রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলার সিলেট-ভোলাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, সকালে গোয়াইনঘাট উপজেলায় সিলেট-ভোলাগঞ্জ সড়কে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। এ ছাড়া আরও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
তবে তাৎক্ষিণকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।