বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

সিলেটে আবারও একদিনে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে ০৭ জুলাই একদিনে একই পরিমাণে মৃত্যু খবর জানানো হয়েছিল।

বুধবার (১৪ জুলাই) সকাল আটটার পূর্ববর্তী এ ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর এ সময়ে করোনা থেকে মুক্তি পেয়েছেন ২৪১ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিভাগের চার ল্যাবে ১০৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৩৩ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ০৫ শতাংশ।সবচেয়ে বেশি শনাক্ত সিলেট জেলায়। এ জেলায় ২৬৯ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ৯৮ জন এবং মৌলভীবাজারে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সবমিলিয়ে করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের চার জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৯১ জনে। এদের মধ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ২৫ হাজার ৬১৮ জন, আর মৃত্যু হয়েছে ৫৩৪ জনের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com