শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:০০ অপরাহ্ন

সিরাজগঞ্জ হাইওয়ে থানার বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার বিশেষ অভিযানে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১ টা ২০ মিনিটের সময় হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি আকতারুজ্জামান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আশা ঢাকাগামী,”ন্যাশনাল ট্রাভেলস”ঢাকা মেট্রো ব-১১ ৯৭৭৬ কোচটি হাজী ইমান আলী কমপ্লেক্সের সমনে নিরাপদ স্থানে দাঁড় করিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে যাত্রী মোঃ সজিব (৩০)কে ৯৮ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকতারুজামান এ প্রতিবেদককে জানান, আটককৃত আসামী সজিব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোঁড়লটোলা গ্রামের মোতাহার আলীর ছেলে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আটককৃত আসামীর বিরুদ্ধে জেলার সলঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com