শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:০০ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার বিশেষ অভিযানে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১ টা ২০ মিনিটের সময় হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি আকতারুজ্জামান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আশা ঢাকাগামী,”ন্যাশনাল ট্রাভেলস”ঢাকা মেট্রো ব-১১ ৯৭৭৬ কোচটি হাজী ইমান আলী কমপ্লেক্সের সমনে নিরাপদ স্থানে দাঁড় করিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে যাত্রী মোঃ সজিব (৩০)কে ৯৮ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকতারুজামান এ প্রতিবেদককে জানান, আটককৃত আসামী সজিব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোঁড়লটোলা গ্রামের মোতাহার আলীর ছেলে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আটককৃত আসামীর বিরুদ্ধে জেলার সলঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।