বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধী:: সোমবার (১৫ অক্টোবর) ভোর ৫ টায় সিরাজগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে বগুড়া জেলার শেরপুর থানাধীন বেতগাতী গ্রামস্হ হোটেল পেন্টাগন এর সামনে সৈয়দপুর থেকে ছেড়ে আসা দিবজল পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে র্যাব-১২।
আটককৃতরা হলেন- মোঃ ইউনুস আলী (৩৫) ও মোঃ সুজন মিয়া (২৭)।
জানা যায়, দিবজল পরিবহন নামে বাসটিতে অভিযান চালিয়ে ২ যাত্রীকে ২২১ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল, মোবাইল সেট ও নগদ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।