রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::
সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানী, র্যাব-১২ কর্তৃক, গত ২৩ ফেব্রয়ারি ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন সলপ ইউনিয়নের রামগাতী গ্রামের জনৈক আব্দুল হাকিম এর বসতবাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামী-সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার রামগাতী গ্রামের মৃত রশিদ মুন্সী ছেলে আব্দুল হাকিম এর হেফাজত হতে ২৩১ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোবাইল সেটসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মামলা নং-১৫/১৯ তারিখ-২৩/০১/১৯, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারা রুজু করা হয়।