শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃঃ
সিরাজগঞ্জে ১৫ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে র্যাব ১২। এক প্রেস ব্রিফিং এতথ্য নিশ্চিত করেন।
অপ্রাপ্তা বয়স্কা বুদ্ধি প্রতিবন্ধী শিশু তার বসতবাড়ী হতে আনুমানিক তিনশত গজ পূর্বে পার্শ্বে যমুনা নদীর ধারে ছাগল আনতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ধর্ষক পরিকল্পিত ভাবে কিশোরীকে কাঁশবনের মধ্যে নিয়ে শারীরিক ভাবে নির্যাতন করে।
এসময় কিশোরীর চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে এলে ধর্ষক দ্রুত পালিয়ে যায়। ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় মামলা রুজু করে মামলা করেন।
ঘটনায় পুলিশের পাশাপাশি র্যাব-১২ অভিযুক্ত আসামীকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১ টার দিকে র্যাব-১২ এর একটি আভিযানিক দল গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় সুইডেন টাওয়ার এর সামনে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় একমাত্র আসামী মোঃ মমিন হোসেন মুন্না (২২) গ্রেফতার করে।