শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে নিজ স্ত্রীকে মিথ্যা পরকিয়া প্রেমের ফাদঁ বানিয়ে যুবককে আটকিয়ে রাখার অভিযোগ

মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল বারীক (২৭) তার নিজ স্ত্রী একই ইউনিয়নের টারুটিয়া গ্রামের শামসুল আলমের মেয়ে সুমি খাতুন কে ফাদঁ বানিয়ে থানার শরিপ সলঙ্গা গ্রামের কোমর আলী প্রামানিকের ছেলে রাজুকে নিজ বাড়ীতে ডেকে এনে শাররীক নির্যাতন করে এবং রাত ভর দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে, সকালে এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে গনমাধ্যম কর্মিরা রাধানগর গ্রামের আকবর আলীর বাড়ীতে গেলে আকবর আলীর ছেলে আব্দুল মোতালেব গনমাধ্যম কর্মিদের উপর চরাও হন।

এ ঘটনায় আব্দুল বারীকের স্ত্রী সুমি খাতুন (২২) এ প্রতিবেদককে বলেন-গত ২৫ দিন আগে আমার মোবাইলে রং নাম্বারের মাধ্যামে শরিপ সলঙ্গা গ্রামের রাজুর(৩০) সাথে আমার বন্ধুত্ব হয়,আমরা দুজন মাঝে মাঝে মোবাইলে কথা বলতাম-এটা আমার স্বামী বারীক বুঝতে পেড়ে আমাকে মারপিট করে এবং আমাকে বলে আমি যদি রাজু কে ফোন দিয়ে বাড়ীতে না আনি তাহলে আমাকে তালাক দিবে বলে হুমকি দেয় তার কথা মতো আমি গত ১২/০৪/১৯ ই রাতে রাজুকে আমি আমার বাড়ীতে ডাকি। আমার কথায় রাত ৯ /৩০ মিনিটে রাজু আমার বাড়ীতে আসলে আমার শশুর মোতালেব দাদা শশুর আকবর মন্ডল ও আমার স্বামী বারীক সহ গ্রামের অনেকেই রাজুকে আটকিয়ে রেখে হাত পা বেধে পিটায় এবং রাত ভর গাছের সাথে বেঁধে রাখে। আমি যা করেছি তা আমার স্বামী আব্দুল বারীকের কথায় বাধ্য হয়ে করেছি। আমি আমার স্বামী বারীকের সাথেই থাকতে চাই।

এ বিষয়ে আটক রাজুর কাছে জানতে চাইলে সে এ প্রতিবেদককে জানায়, সুমি আমাকে মুঠফোনে কল করে ডেকে আনে, সুমির স্বামী সুমির শশুর ও সুমির দাদা শশুর সহ অনেকেই আমাকে রাত ভর গাছে বেঁধে রেখে নির্যাতন করে এবং আমার কাছ থাকা নগদ টাকা কেড়ে নেয়, আরও টাকা দাবী করে,আমি রাজি না হওয়ায় আমাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করে এবং রাত ভর আটকিয়ে রাখে।

এ বিষয়ে বারীকের কাছে জানতে চাইলে বারীক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মুঠোফোন বারীকের কাছে বিষয়টি জানতে চাইলে সে বলে আমি এ বিষয়ে কিছুই বলবো না আপনাদের যা ইচ্ছে করতে পারেন। নাম প্রকাশ অনিচ্ছুক গ্রামের একাধিক লোকজন বলেন, বারীক তার বউ রাখবেনা বলেই মাঝে মাঝে এমন নাটক করে। ওর বাবা মোতালেব ও চরিত্রহিন মানুষ নৌকায় মধুচক্রের ব্যাবসার সাথে জরিত।

অভিযোগের ব্যাপারে সলঙ্গা থানার (ওসি) তাজুল হুদার কাছে মুঠফোনে জানতে চাইলে- তিনি এ প্রতিবেদককে বলেন- অভিযোগ পাই নাই পেলে তদন্ত করে প্রয়োজনী ব্যবস্তা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com