শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:০০ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
গতকাল শুক্রবার র্যাব-১২, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কালিয়াহরিপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড এর চররামগাতী গ্রামের মোঃ রাশেদুল ইসলাম (২০), পিতা- মোঃ বাদশা এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ০১ টি তলোয়ার, ০১টি ড্রেগার ০১টি পিস্তল সদৃশ গ্যাস লাইটার, ০১ টি মোবাইলসেট ও ০১ টি সিমকার্ডসহ মোঃ রাশেদুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করে পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।