রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে সাজু গ্রেফতার হলেও বহাল তবিয়তে কাজী আমির

নারায়ণগঞ্জ প্রতিনিধি::
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে’র আরামবাগ এলাকার মাদক বিক্রেতা ও সন্ত্রাসী শাহাজাহান সাজুকে গ্রেফতার করা হলেও তার বস কাজী আমির হোসেন রয়েছে বহাল তবিয়তে।
দীর্ঘদিন ধরে মহানগরের ১০ নং ওয়ার্ডের আরামবাগ এলাকা জেলার প্রভাভশালী সাংসদ ও প্রয়াত সংসদ সদস্যের পুত্রের নাম বিক্রি করে ত্রাসের রাজত্ব কায়েম করছে কাজী আমির হোসেন গংরা। বর্তমানে ক্রাইম জোন হিসেবে পরিচিত হলেও থানা পুলিশ রয়েছে নিরব ভূমিকায়। গত ২৭ জুন আরামবাগ এলাকার মসজিদ থেকে নামাজ পরে বের হওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার এস আই ইব্রাহীম সাজুকে ওসির কথা বলে থানায় নিয়ে যায়। ওই সময় তার কাছে কিছুই পায়নি পুলিশ। কিন্তু থানায় নিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মামলা দেয় পুলিশ। অথচ সাজুর গডফাদার কাজী আমির ওসির সাথে সখ্যতা গড়ে তোলার কারনে এখনও রয়েছে বহাল তবিয়তে। বর্তমানে উক্ত এলাকায় কাজী আমির মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ অবৈধ অস্ত্রের ব্যবহার করছে।
স্থানীয়রা জানায়, সাজুর সাথে এলাকায় প্রভাব বিস্তারের কারনে আমির তাকে মোটা অংকের টাকা খাইয়ে সাজুকে গ্রেফতার করিয়েছে। আমিরকে দ্রুত গ্রেফতার না করা হলে উক্ত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে। তার কথা মত কেউ না চললে মিথ্যা মামলা ও মাদক দিয়ে ধরিয়ে দেয় আমির গংরা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরফুদ্দীন আহম্মেদ বলেন, আমির সম্পর্কে খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com