সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

সারেগামাপা জিতলেন আগ্রার শ্রদ্ধা মিশ্রা

সারেগামাপা জিতলেন আগ্রার শ্রদ্ধা মিশ্রা

বিনোদন ডেস্ক:: ভারতীয় টেলিভিশন চ্যানেলের গানের রিয়েলিটি শো-সারেগামাপা-২০২৪ বিজয়ী হয়েছেন মুম্বাইয়ের শ্রদ্ধা মিশ্রা। বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও ১০ লাখ রুপির চেক।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে এ আসরের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্বে ছয়জন লড়াই করেন। তারা হলেন- শ্রদ্ধা মিশ্রা, শুভশ্রী দেবনাথ, উজ্জ্বল মতিরাম গজভার, বিদিশা হাতিমুরিয়া, পার্বতী মীনাক্ষী এবং মহর্ষি। এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন শুভশ্রী দেবনাথ, তৃতীয় অবস্থানে রয়েছেন উজ্জ্বল মতিরাম গজভর।

বিজয়ের পর শ্রদ্ধা মিশ্রা অভিব্যক্তি প্রকাশ করে বলেন, এটা আমার কাছে স্বপ্ন সত্যি হয়ে ধরা দেওয়ার মতো। সারেগামাপা অনুষ্ঠানে আমার জার্নি রূপান্তরকামী শেখার অভিজ্ঞতা, আমার পরামর্শদাতাদের ক্রমাগত সমর্থন ও নির্দেশনার জন্য ধন্যবাদ। আমার প্রথম একক (ওজি) ধোকেবাজি রেকর্ড করার মুহূর্তটি ছিল একটি মাইলফলক। এটি রচনা করেন সচীন-জিগার। এ কাজটি করে যে প্রশংসা ও ভালোবাসা পেয়েছে, তা আমাকে অভিভূত করেছে।

কৃতজ্ঞতা জানিয়ে শ্রদ্ধা মিশ্রা বলেন, আমি স্মৃতির ভাণ্ডার বহন করছি। আমার সংগীত ক্যারিয়ার শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই যাত্রাকে এত সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ।

ট্রফির পাশাপাশি ১০ লাখ রুপি পুরস্কার হিসেবে পেয়েছেন শ্রদ্ধা মিশ্রা। এই অর্থ কোথায় খরচ করবেন তা ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি জানতামই না এই শোয়ে কোনো প্রাইজমানি রয়েছে। এই অর্থ দিয়ে নিজের জন্য একটি স্টুডিও তৈরি করতে চাই। আমার বাবার পায়ের চিকিৎসা করাতে চাই; কৈশোর থেকেই দেখছি উনি ঠিকমতো হাঁটতে পারেন না। বাবাকে ভালো একজন চিকিৎসকের কাছে নিয়ে যেতে চাই।”

প্লেব্যাক গায়ক হিসেবে বলিউডে পা রাখতে যাওয়ার খবর জানিয়ে শ্রদ্ধা মিশ্রা বলেন, খুব শিগগির বলিউডে পা রাখতে চাই। প্লেব্যাক করা সবসময়ই আমার স্বপ্ন ছিল। আমি বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছি। এই মুহূর্তে সচীন-জিগার স্যারের সঙ্গে কাজ করছি। আমি শিকারা সিনেমার জন্য একটি গান গেয়েছি।

এবারের গ্র্যান্ড ফিনালে বিচারকের আসনে ছিলেন- সচেত-পরম্পরা, গুরু রান্ধাওয়া, সচীন-জিগার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপুল রায়, সালমান আলী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com