বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও পরিবারের ৫৭৬ কোটি টাকা অবরুদ্ধ

বিশেষ প্রতিবেদক॥
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্টদের ২৬টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এই অ্যাকাউন্টগুলোতে শেয়ার হিসেবে মোট ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা রয়েছে।

বুধবার (৯ জুলাই), দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান এদিন এসব বিও অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার এবং স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য দুদক, সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাত সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে যে, অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো তাদের বিও হিসাব নগদায়নসহ অর্থ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছেন। যদি এসব বিও হিসাব নগদায়ন বা অর্থ অন্যত্র হস্তান্তর হয়ে যায়, তাহলে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ কারণেই বিও হিসাবগুলো নগদায়ন বা অর্থ উত্তোলন বন্ধ করতে এগুলো অবরুদ্ধ করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com