রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

সাতবার ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হলেন নেত্রকোণার এমদাদুল হক

নেএকোনা জেলা প্রতিনিধি:: মানুষকে ভালবাসলে সুখে দুঃখে পাশে থাকলে মানুষের কাছ থেকে যে অকৃত্রিম ভালবাসা পাওয়া যায় তারই উজ্জ্বল দৃষ্টান্ত নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাতবার নির্বাচিত ইউপি সদস্য এমদাদুল হক যিনি এলাকায় পরিচিত মৌজালী মেম্বার হিসেবে।

এমদাদুল হক মৌজালী ১৯৮২ সাল থেকে বর্তমান পর্যন্ত মোট সাতবার ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী হয়ে প্রত্যেকবারই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে কাইলাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকারি অনুদান ও বিভিন্ন সুযোগ সুবিধাগুলো এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সমন্বয়ে করেন সুষম বণ্টন, ব্যাক্তি জীবনে লোভ লালসা, দূর্নীতি তাকে স্পর্শ করতে পারেনি। যার ফলে মৌজালী মেম্বারের উপরই আস্থা সাধারণ ভোটারদের।

একজন শিক্ষা অনুরাগী সাংস্কৃতিকমনা ও ক্রিড়ামোদী হিসেবেও এলাকায় রয়েছে তার বিশেষ সুনাম। এমদাদুল হক মৌজালী মেম্বার কাইলাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী আব্বাসীয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও হাইলোড়া সোনাফর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন ৩০ বছর। তিনি হাইলোড়া পুরাতন জামে মসজিদ ও হাইলোড়া হাফিজীয়া মাদ্রায় দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। তার উদ্যোগে প্রতি বছরই আয়োজন করা হয় হাইলোড়া যুব সংঘ দুর্জয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

এলাকার সাধারণ মানুষ জানায়, মৌজালী মেম্বার একজন সৎ নিষ্ঠাবান মিশুক এবং সহজ সরল মানুষ। তিনি এলাকার ছোট বড় সবার সাথেই বন্ধুর মত মিশে। যেকোন আপদ বিপদে তাকে পাশে পাওয়া যায়। তিনি ঘুরে ঘুরে প্রত্যেক বাড়িতে গিয়ে মানুষের খোঁজ খবর রাখেন।

এলাকার কয়েকজন যুবক জানায়, আমরা জন্মের পর থেকেই উনাকে মেম্বার হিসেবে দেখে আসছি এখনো উনি মেম্বার হিসেবেই দায়িত্ব পালন করছেন। উনি আসলেই একজন প্রকৃত ভাল মানুষ।

এবিষয়ে এমদাদুল হক মৌজালী মেম্বার প্রতিবেদককে জানান, আমি মেট্রিক পরিক্ষায় ফেইল করার পর নির্বাচন করে মেম্বার নির্বাচিত হয়েছিলাম। এর পর থেকেই জনগনের পাশে থেকে তাদের ভালবাসায় জীবনটাকে অতিবাহিত করে দিয়েছি। আমি চেষ্টা করেছি সৎ ভাবে সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকতে। এই মেম্বারী করতে গিয়ে বাবার রেখে যাওয়া অনেক সম্পত্তি আমাকে বিক্রি করতে হয়েছে। কিন্তু আমি কখনোই কোন অনৈতিকতার দিকে পা বাড়াইনি। আমি জনগণকে ভালবেসেছি জনগণও আমাকে সাতবার মেম্বার নির্বাচিত করেছে।আমি আমার ওয়ার্ডের সকল ভোটার ভাই ও বোনদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবদি আমার ওয়ার্ডের সাধারণ জনগণের এ অকৃত্রিম ভালবাসার প্রতিদান দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com