বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি::
সাতক্ষীরায় বাস খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আরো আন্তত ১৫জন আহত হয়েছে।
রোববার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত একজনের নাম পরিচয় পাওয়া গেছে। সে শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত মাদার মন্ডলের ছেলে রামপদ মন্ডল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে বাসটি শাকদাহ এলাকায় পৌঁছালে আরেকটি বাস ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি বাস (খুলনা মেট্রো-জ-০০-০৪-০০৬৯) মাছের ঘেরে পড়ে যায়। অন্যটি দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বাভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে ভর্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।