মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম

পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ বেলজিয়াম। চলতি মাসের শেষের দিকে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদে এ স্বীকৃতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় প্রিভোট লিখেছেন, জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে! পাশাপাশি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

প্রেভোট আরো লিখেছেন, বেলজিয়াম ইসরায়েলের ওপর ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে, যার মধ্যে রয়েছে বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতি পর্যালোচনা।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এই সিদ্ধান্ত মূলত ফিলিস্তিনে বিশেষত গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।

এর আগে জুলাইয়ের শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দেন, প্যারিস জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, যা আগামী ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

ফ্রান্স ও বেলজিয়ামের এই ঘোষণার পর আরো কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায়। তবে কিছু দেশ বলেছে, তারা নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেবে।

এই বছরের এপ্রিল পর্যন্ত, প্রায় ১৪৭টি দেশ, যা জাতিসংঘের ৭৫ শতাংশ সদস্যের প্রতিনিধিত্ব করে, ইতোমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

বেলজিয়ামের এ ঘোষণা এমন সময় এলো যখন প্রায় দুই বছর ধরে গাজায় চলা ইসরায়েলের আগ্রাসনে ৬৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬০ হাজারের বেশি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com