রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি:: গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে ঢাকায় কর্মরত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামেলেন্দু পাল, এনটিভির স্টাফ রির্পোটার ভজন দাস, বাংলা ভিশন টিভির নেত্রকোনা প্রতিনিধি মোঃ কিবরিয়া চৌধুরী হেলিমসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

এসময় সাংবাদিক নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার সূচক কমেছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com