বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

সহকারি দারোগার বিরুদ্ধে আইজিপি বরাবর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি॥ নারায়ণগঞ্জে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালামের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরে অভিযোগ দায়ের। গত ২৬ জুলাই রূপগঞ্জে’র পূর্বেরগাও এলাকার মনু মিয়ার ছেলে সজিব পুলিশ সদর দপ্তরে ওই এএসআই কালামের বিরুদ্ধে অবিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানার এএসআই আবুল কালাম গত ৩য় রমজান তথা ১৯ মে ভোলাব এলাকায় কর্মরতকালীন সময়ে পূর্বেরগাও এলাকার মনু মিয়ার ছেলে সজিব এর কাছে তল্লাশি করে তিনটি সিগারেট পায় কিন্তু কোনো এক অসৎ উদ্দেশ্যে সজিবকে মাদক ব্যবসায়ী বানানোর জন্য দোড়ঝাপ শুরু করেন এই অসৎ পুলিশ সদস্য, তারই পরিপ্রেক্ষিতে ২০শে রমজান ঘটনার ১৬ দিন পর জব্দ তলিকা তৈরি করা ও সজিবকে অবৈধ মালসহ আটক করার মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে একই এলাকার ফজর আলীর ছেলে মাসুদকে মিথ্যা সাক্ষী বানানোর অপচেষ্টা করেন। মাসুদ যখন বলেন সজিব একজন ভালো ছেলে আমি কোন অবৈধ কিছু দেখি নাই বিধায় মিথ্যা সাক্ষী দেবোনা তখন এএসআই আবুল কালাম ইয়াবা দিয়ে চালান করে দেবার ভয়ভীতি ও হ্যান্ডকাফ দেখিয়ে মাসুদ এর কাছ থেকে সাদা কাগজে সাক্ষর নেয়।

এ ঘটনার পরেও এএসআই আবুল কালাম বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে গ্রেফতার এর ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থসহ নানান সুযোগ সুবিধা আদায় করে আসছে বলে স্থানীয় অনেকের অভিযোগ। গত ২৬ জুলাই মাসুদ নিজের ও সজিবের সাথে ঘটতে থাকা অপকর্মের কথা বাংলাদেশ পুলিশ বাহিনীর ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) কে অবহিত করেন সেই সাথে এএসআই আবুল কালাম এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য আইজিপি বরাবর অভিযোগ দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com