শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

সরিষাবাড়ীতে ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

রাইসুল ইসলাম, সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ী প্রত্যন্ত অঞ্চলে চলতি মৌসুমে ভুট্টার বা¤পার ফলন হয়েছে। অল্পদিনে কম খরচে কৃষকরা লাভবান হওয়ায় ভুট্টা চাষের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কম পুঁজি, ঝুঁকিহীন, সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায় কৃষকদের মাঝে ভুট্টা চাষের প্রতিযোগীতা চলছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে উপজেলার কামরাবাদ, সাতপোয়া, পোগলদীঘা, পিংনা ও আওনা ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে ভুট্টা চাষে আশানুররুপ ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি দেখা দিয়েছে। সরিষাবাড়ী উপজেলায় উৎপাদিত ভুট্টা চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা হয় বলে অনেক কৃষক ও ব্যবসায়ীরা জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় উন্নত জাতের ভুট্টার চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখছে। বর্তমানে ভুট্টা তুলতে কৃষক কৃষাণী ব্যস্ত সময় পাড় করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬৩৫ হেক্টর কিন্তু তা ছাড়িয়ে এখন ৬৮০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টা ফলন অনেক ভাল হয়েছে। চলতি বছর ভুট্টা চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com