বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সরকার দেশের সকল মানুষের জন্য বিদ্যুতের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে দেশের অধিকাংশ মানুষের ঘরে বিদ্যুতের সুবিধা পৌঁছে গেছে। তবে যেসব অঞ্চলে বিদ্যুতের সুবিধা পৌঁছানো সম্ভব হচ্ছে না সেখানে সৌর সুবিধার (সোলার প্যানেল) বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।
পার্বত্যমন্ত্রী বলেন, বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় প্রায় ৪২ হাজার ৫০০ পরিবার ও প্রতিষ্ঠানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। বিদ্যুতের সুবিধার মাধ্যমে পাহাড় যেমন আলোকিত হবে, তেমনি নানা ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হবে। এর ফলে পাহাড়ে সত্যিকারের উন্নয়ন হবে।
বুধবার সকাল ১১টায় বান্দরবানের গ্যালেঙ্গা বাজারে সোলার প্যানেল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।
পার্বত্য মন্ত্রণালয়ের অধীনের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পার্বত্য এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সোলার প্যানেল বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা’র সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, সদস্য (প্রশাসন) ইফতেষার আহমদ, সোলার প্রকল্পের পরিচালক হারুনর রশিদ প্রমূখ।
অনুষ্ঠানে গ্যালেঙ্গা ইউনিয়নের ১৩০ পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়। প্রত্যেকটি সোলার প্যানেলে ১০০ ওয়াট ধারণ ক্ষমতার বিদ্যুৎ পাওয়া যাবে।
এছাড়া পার্বত্যমন্ত্রী গ্যালেঙ্গা পুনর্বাসনপাড়া বৌদ্ধ বিহার ও গ্যালেঙ্গা পুনর্বাসন পাড়া নদীর ঘাটে সিঁড়ি ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৪৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্প দুটি বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।