শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

শ্রম আইন সংশোধনের উদ্যোগ, শ্রমিক স্বার্থ প্রাধান্য পাবে: উপদেষ্টা

অনলাইন ডেস্ক॥
শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ সমুন্নত রেখে শীঘ্রই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।

উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সংশোধিত আইনে শ্রমিকদের অধিকার এবং স্বার্থকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আগামী জুন মাসে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাথে বৈঠকের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়াও, মহান মে দিবস উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির বিষয়ে তিনি বিস্তারিত জানান। আগামীকাল বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীতে শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ে আয়োজিত রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি, শ্রম অধিকার বিষয়ে প্রকাশিত মানসম্মত সংবাদ ও স্থিরচিত্রের জন্য সাংবাদিক, রিপোর্টার ও চিত্রগ্রাহকদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

উপদেষ্টা জানান, মেহনতি মানুষের অবদানকে তুলে ধরার জন্য বিশেষ ডকুমেন্টারি ও টিভিসি প্রচার করা হবে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় এই উপলক্ষে সেমিনার আয়োজন করা হয়েছে। মহান মে দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এবং এই বার্তাটি ক্ষুদে বার্তার মাধ্যমে সকল মোবাইল ফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com