শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

ফরিদপুরে ইজিবাইক চালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধি:: ফরিদপুরে ইজিবাইক চালক শওকত মোল্লা (২০) হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন।

রায় প্রদানের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বাদে অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় প্রদানের পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার মো. মেহেদী আবু কাওসার, মো. জনি মোল্লা, মো. আবু রাসেল শেখ (পলাতক), রবিদাস পল্লির রাজেশ রবি দাস ও গোয়ালচামট মহল্লার মো. রবিন মোল্লা।

১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রাজবাড়ীর সদরের মসলিসপুর গ্রামের মো. বাদশা শেখকে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে, অনাদায়ে ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত সূত্রে জানা যায়, হত্যার শিকার শওকত মোল্লা (২০) শহরের পশ্চিম খাবসপুর এলাকার মো. আয়নাল মোল্লার ছেলে। ২০১৯ সালের ১৪ নভেম্বর শওকত মোল্লা ইজিবাইক নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ১৫ নভেম্বর সকালে শহরের মোল্লা বাড়ি সড়কের শেষ মাথায় আবুল হোসেনের ধানখেতে তার মরদেহ পাওয়া যায়। ১৬ নভেম্বর তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালতের সরকারি পক্ষের কৌঁসুলি চৌধুরী জাহিদ হাসান বলেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। এটি সমাজের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com