রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব। তিনি শ্রমিকদের প্রতি অনেক বেশি সহানুভুতিশীল। নারীদের কল্যাণের জন্য তিনি অনেক কাজ করেছেন। নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আধুনিক সুযোগ সুবিধাসহ হোষ্টেল তৈরির ব্যবস্থা করেছেন।
শনিবার ৭ জুলাই দুপুরে নারায়ণগঞ্জে’র বন্দরের ময়মনসিংহ পল্লিতে শীতলক্ষ্যা নদীর পাড়ে শ্রমজীবী মহিলা হোষ্টেল ও ৫০০ শয্যা হাসপাতালের সুবিধাসহ শ্রম কল্যাণ কেন্দ্র নির্মান প্রকল্পের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভপাতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একে এম সেলিম ওসমান, সংরক্ষিত মহিলা আসনের এমপি এড. হোসনে আরা বাবলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও জেলা জাতীয় পার্টির আহব্বায়ক আবুল জাহেরসহ জেলার বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
মন্ত্রী আরও বলেন, আগষ্টের প্রথম সপ্তাহে এই হাসপাতালের কাজ শুরু হবে। আমরা চাই এই হাসপাতালের নাম হবে শামসুজজোহা শ্রমজীবী বিশেষায়িত হাসপাতাল।