শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

শেখ হাসিনার হাত ধরে পাহাড়ের পূর্বেকার চিত্র পাল্টে গেছে

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়িতে ৭৭ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার (৩০ জানুয়ারী) দুইদিনের সফরের প্রথমদিনে পার্বত্যমন্ত্রী দোছড়ির তুলাতলী ও বাহিরমাঠ এলাকায় ফলক উম্মোচন করে এলজিইডির ৫৪ কোটি ২০লক্ষ টাকার ২১টি প্রকল্প এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১৬ কোটি ৮০ লক্ষ টাকার ৫টিসহ মোট ২৬টি প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে বাহিরমাঠ এলাকায় দোছড়ি ইউনিয়ন পরিষদ আয়োজিত জনসভায় যোগদেন পার্বত্য মন্ত্রী।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় পার্বত্যমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা যতদিন থাকবে বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।পার্বত্য মন্ত্রী আরো বলেন- শেখ হাসিনার হাত ধরে পাহাড়ের পূর্বেকার চিত্র পাল্টে গেছে। শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষিসহ সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগামীতে দূর্গম দোছড়িতে বিদ্যুতের আলোয় আলোকিত করার ঘোষনা দেন মন্ত্রী।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পিপিএম, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী আবু সাদত মো জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com