বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

লামায় অবৈধ ৩ ইটভাটাকে সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা

লামায় অবৈধ ৩ ইটভাটাকে সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে U.M.B ইটভাটাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, S.A.B ইটভাটাকে ২ লক্ষ টাকা B.B.M ইটভাটাকে ২ লক্ষ টাকা। মোট ৩টি ইটভাটাকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও পানি দিয়ে ইটভাটা সমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫ (১) লংঘনের দায়ে ফাইতং ইউনিয়নে ৩টি অবৈধ ইটভাটায় পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। ইটভাটা অনুমোদিত কোনো বৈধ ইটের ভাটা নেই। অবৈধ ইটের ভাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে সহযোগিতায় ছিলেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরে পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন, লামা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com