শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

লকডাউন-রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে বান্দরবানে ভ্রাম্যমাণ অভিযান

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: করোনা সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা আর রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে বান্দরবানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

১৫ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে বান্দরবান বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানের নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লকডাউন বাস্তবায়নে সকলকে সরকারি নিদের্শনা মেনে চলার পাশাপাশি প্রত্যেক ব্যবসায়ীকে মূল্য তালিকা অনুযায়ী দ্রব্যসামগ্রী বিক্রি করার নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান। এসময় মুল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে দ্রব্য বিক্রি করা, মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি করার অপরাধে বিভিন্ন দোকানদারদের সর্তক করার পাশাপাশি জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান বলেন, রমজান উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী বান্দরবানে মূল্য তালিকার বেশি দামে পণ্য বিক্রি করছে এবং অনেকেই সরকারি নির্দেশনা অমান্য করে সড়কে ঘোরাফেরা করছে, তাই সরকারের নির্দেশনা বাস্তবায়নে বান্দরবানের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালতের টিম রয়েছে এবং তারা জনগণকে সর্তক করার পাশাপাশি আইন অমান্যকারীদের জরিমানা করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com