রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

র্নিমানাধীন ইরি ধান সেচের ড্রেন ভেঙ্গে দিল রাতের আধারে দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতগ্রাম ইরি ধানের ব্লকের জন্য র্নিমানাধীন নতুন পানি সেচের ড্রেন ভেঙ্গে দিল রাতের আধাওে দুর্বৃত্তরা।কে বা কারা রাতের আধারে ওই ড্রেন সর্ম্পুন ভেঙ্গে ফেলে।এতে করে আগামি বোরো ইরি ধান চাষ করতে সমস্যার সম্মুখিন সহ ওই মেম্বার নগত টাকার ক্ষতিতে পরেন।অভিযোগ সুত্রে যানাযায় নবগ্রাম ইউনিয়ন পরিষদের এল জি এস পি প্রকল্প থেকে ৭ নং ওর্য়াড বেতগ্রাম ইরি সেচের ড্রেন করতে ১লক্ষ ২২হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। মেম্বার দ্বীপক সরকার গত দীন শুক্র বার ড্রেন নির্মান কাজ শেষ করেন।কিন্তু আজ শনিবার সকাল বেলা সমিরন ঢালীর স্ত্রী রেবা ঢালী দেখেন ড্রেন ভাঙ্গা। ঘটনা যানাযানি হলে সাথেসাথেমেম্বার,চেয়ারম্যানঘটনাস্থানেআসেন।কালকিনিউপজেলানির্বাহীঅফিসার(ভারপ্রাপ্ত)প্রমথ রঞ্জন ঘটক,বিআরডিসি ইঞ্জিনিয়র,ও প্রকল্প অফিসার আহাদী হককে নিয়ে এলাকা পরির্দষন করেন।।মেম্বার দ্বীপক সরকার বলেন আমার নির্বাচন নিয়ে কয়েক জনের সাথে মনমালিন্য আছে।তবে কারা এ কাজ করেছে যানিনা।ইউনিয়ন চেয়ারম্যান বিভূতি ভুষন বাড়ৈ বলেন আমরা জনগনের জন্য আবার নতুন করে ড্রেন র্নিমান করবো। তিনি বলেন ক্ষতি হলেও সরকারী কাজ সম্পন্ন করতে হবে।আপনারা যততারা তারী পারেন কাজ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com