বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

রোয়াংছড়ি উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের সাথে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যা ন তবা মং এবং নবনির্বাচিত মেম্বার সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর নিজ বাসভবনের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান তবা মং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লক্ষী পদ দাশ, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গা, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ।

এছাড়াও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উপজেলা নির্বাচনে নির্বাচিত ওয়ার্ড মেম্বারগণ।

প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং রোয়াংছড়ি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিনন্দন জানান, তিনি বলেন এ সরকারের হাতেই অবাদ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব, যার প্রমান আমরা উপজেলা নির্বাচনে দেখেছি, দল মত নির্বিশেষে সকলে দলীয় স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com