বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

রূপগঞ্জ জুড়ে গাড়ি পার্কিং মহাসড়ক এখন বি আর টি সি বাস কাউন্টারের দখলে

রুপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি: রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল থেকে ভূলতা পর্য়ন্ত ঢাকা-সিলেট মহাসড়ক ও গাজীপুর-চট্রোগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কজুড়ে গাড়ি পার্কিং ও মহাসড়ক এখন বি আর টি সি বাস কাউন্টারের দখলে। সারিবদ্ধভাবে রাস্তার উপর রাখা হচ্ছে বাস, সিএনজি, অটোরিকশা, ইজিবাইক,লেগুনা,মহাসড়কের এক পাশ দখল করে গড়ে উঠেছে বি আর টি সি বাস কাউন্টার। রাস্তার দুই পাশে রাখা এসব বাসের কারনে সরু হয়ে গেছে গোলাকান্দাইল ও ভূলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও গাজীপুর-চট্রোগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কজুড়ে। চলতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে বিভিন্ন দুরের এলাকার যাত্রী বাহীবাস ও গুরুত্বপূর্ণ মালবাহী ট্রাক ও কার্ভাডভ্যান। অথচ সেদিকে কারও কোনো নজর নেই। গোটা এলাকা এখন বি আর টি সি বাসের পার্কিং প্লেস হয়ে গেছে। অন্যদিকে,ফ্লাইওভারের নিচের অংশগুলোতেও বাস,মিনিবাস,লেগুনাসহ সব ধরনের যানবাহনের স্ট্যান্ড বানানো হয়েছে। এ নিয়ে ট্রাফিক পুলিশ বা স্থানীয় পুলিশ ফাঁড়ির কোনো নজরদারি নেই। ব্যস্ত রাস্তাগুলোতে বাস, সিএনজি, ইজিবাইক, অটোরিকশা,লেগুনা, নসিমনসহ বিভিন্ন যানবাহন রাখার কারনে এলাকাতে বিশৃঙ্খলাসহ যানজটের সৃষ্টি হয়ে এলাকাবাসীর ভোগান্তি বাড়ছে। এখানে গড়ে ওঠেনি কোনো বাস টার্মিনাল। আর বাস টার্মিনাল না থাকায় মহাড়ক দখল করে রাখে এসব বাস। মালিক-শ্রমিকরা ট্রিপ শেষে বিভিন্ন রাস্তার উপর পার্ক করে রাখেন। শ্রমিকদের দাবি, এজন্য ট্রাফিক পুলিশকে টাকা দিতে হয় তাদের। বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, শুধু গোলাকান্দাইল ও ভূলতা ঢাকা-সিলট মহাসড়ক ও গাজীপুর-চট্রোগ্রাম এশিয়ান সড়কের যানজটের কারণেই দিনে গড়ে নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘন্টা। তবে সংশ্লিষ্টিদের হিসাবে নষ্ট হওয়া কর্মঘন্টা আরো বেশি। যানজটের কারণে বাস চলাচলের গতিও কমেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com