মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
সারা দেশে মোট ১০৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৬টি উপজেলায় ইভিএম পদ্ধতিতে নির্বাচন হয়েছে বলে জানা গেছে।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বেলা সাড়ে ৩টায় অনিয়মের অভিযোগ এনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৭ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বয়কট করেছে বলে খবর পাওয়া গেছে। তবে রূপগঞ্জে কোন ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি।
সরেজমিনে ঘুরে রূপগঞ্জের বিভিন্ন কেন্দ্রে দেখা যায়, ভোটারদের উপস্থিত একেবারেই কম। উপস্থিতির হার কমের কারণ হিসাবে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের মন্তব্য করেন। সরকার দলীয় নেতাকর্মীদের ভয়ে কেন্দ্রে যেতে পারেনি স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট ও সমর্থকরা এমন অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীরা। প্রিজাইডিং অফিসররা বলেন ভোট খুবই সুষ্ঠ হয়েছে। কোন ধরনের কারচুপি হয়নি। তবে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। কারণ হিসাবে মন্তব্য করে গোলাকান্দাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার নুরুল আলম। তিনি জানান, নির্বাচনে ১ পক্ষ হওয়ায় ভোটাররা আগ্রহ হারিয়েছে। তাই ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা কম। কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আনার চেষ্টা করেও ভোটারদের সংখ্যা বাড়াতে পারেনি। এদিকে সরকার দলীয় প্রার্থী ছাড়া অন্যরা ৭ প্রার্থী বেলা সাড়ে ৩টায় নির্বাচন বয়কট করেন। তার মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী তাবিবুল কাদের তমাল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট সাইফুর রহমান স্বপন।