বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান টাউন হাউজিং-এর নামে জবর দখলকৃত পানাব ও আধুরীয়া মৌজার ‘ক’ তফসিলভুক্ত সরকারি অর্পিত ১৫৯ বিঘা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। জমিগুলোর বাজার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে ভুমি কর্মকর্তারা সাইনবোর্ড স্থাপন করে জমি গুলো দখলমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান মিয়া, সার্ভেয়ার মঈন উদ্দিন নাহিদ, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মজিবুর রহমানসহ আরো অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোঃ শফিকুল ইসলাম জানান, এশিয়ান টাউনের নামে পানাব ও আধুরিয়া মৌজায় ‘ক’ তফসিলভুক্ত সরকারি অর্পিত ১৫৯ বিঘা জমি জবর দখল করে রাখেছে। কোন প্রকার অনুমতি ছাড়াই তারা প্রকল্প গড়ে তুলেছে। ইতিমধ্যে সরকারি অর্পিত জমিতে বালু ভরাট করেছে তারা। প্রতিদিনের অভিযানের অংশ হিসেবে এশিয়ান ডুপ্লেক্স টাউন, পিএসপি টেক্সটাইল মিলস ও মেট্রো স্পিনিং মিলস বেশ কিছু জমি দখল করেছে। এসব প্রকল্পে গতকাল দুপুরে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় দখলে থাকা ১৫৯ বিঘা ‘ক’ তফসিলভুক্ত সরকারি অর্পিত জমিতে সাইনবোর্ড স্থাপন করে নিশানা টানিয়ে দখলমুক্ত করা হয়েছে। তিনি আরো জানান, এশিয়ান টাউন বা অন্য নামেও কেউ যদি প্রভাব খাটিয়ে ফের উদ্ধারকৃত জমিগুলো জবর দখলের চেষ্টা চালায় তাহলে উপজেলা প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, দখলবাজরা যতবড় প্রভাবশালী বা ক্ষমতাধর হোক না কেনো ‘ক’ তফসিলভুক্ত সরকারি অর্পিত জমি দখলমুক্ত করা হবে।