বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

রূপগঞ্জে ১৫ই আগষ্ট উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রূপগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮আগস্ট) বুধবার সকাল ১০টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) অংশ নেয়াসহ সারাদিন ইউনিয়নের আরো ৯টি ওয়ার্ডের শোক সভায় অংশ নেন তিনি। গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুর হোসেন ভুইয়া। এ সময় জাতীর জনকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে গণভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com