বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে সড়ক সংস্কারের দাবীতে মিছিল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক সংস্কারের দাবীতে মিছিল করেছে এলাকাবাসী। জানা যায়, রূপসীর এলজিইডি সড়কের ১৩ কিলোমিটার সড়ক খানাখন্দে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, শিক্ষার্থী, জনসাধারণ ও মালবাহী যানবাহনসহ আটকে পড়ে জনভোগান্তি চরম হওয়ায় ক্ষুব্ধ হয়ে ঐ সমস্ত এলাকার স্থানীয় মানুষ ও পথচারীরা রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার কালাদি, ত্রিশকাহনিয়া ও হাটাবো এলাকায় পৃথকভাবে ঝাড়ু মিছিল করে।

এসময় মিছিলকারীরা রাস্তার উপর ধানের চারা রোপন করে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার রূপসী থেকে কাঞ্চন জিসি নামের এলজিইডির অধীনে একটি ব্যস্ততম সড়কে খানাখন্দে ভরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ক্ষোব্ধ হয়ে একাধিকবার ঝাড়ু মিছিল করেন ও রাস্তার উপর ধানের চারা রোপন করে বিভিন্নভাবে প্রতিবাদ করেও কোন প্রকার সুরাহা পাচ্ছে না। কারন হিসেবে জানা যায়, এ সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দে পরিণত করার জন্য স্থানীয় অবৈধ বালু মহাল ও শিল্প প্রতিষ্ঠানের মালবাহী ভারী যানবাহন চলাচলই মূল কারণ। দীর্ঘদিন এ অচলাবস্থা সৃষ্টি হলেও বিভিন্নসময় এ প্রতিবাদ অব্যাহত রেখেছেন স্থানীয়রা। পুরু রাস্তা জুড়েই বৃষ্টি হলে কাঁদামাটি আর রোদ থাকলে ধূলো ঝড়ে আক্রান্ত হয়ে দূর্ভোগের স্বাীকার হচ্ছে স্থানীয়রা। আরো দূর্ভোগের শিকার হচ্ছেন কালাদি ফাজিল মাদরাসার শিক্ষার্থী, শিল্পকারখানার শ্রমিক, কাঞ্চন পৌরবাজারের বিভিন্ন ক্রেতা ও বিক্রেতারা। এসব নানা কারণে, স্থানীয়রা এ সড়কটি দ্রুত মেরামত করার দাবী করে আসলেও রাস্তাটি সংস্কারের কোন সুরাহা পাচ্ছেন না এলাকাবাসী। তাই সড়কের কাদা মাটিতে ধানের চারা রোপন করে, কোথাও আবার মাছ ধরে প্রতিবাদ অব্যাহত রেখেছেন।

স্থানীয় বালু মহাল পরিচালক মনির হোসেন জানান, শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলাচল করায় এ সড়কটি অল্পদিনেই বেহাল হয়ে পড়ে। এতে এই অঞ্চলের জনসাধারণের ভোগান্তি বাড়লেও সরকার রহস্যজনক কারণে মেরামত করছে না। স্থানীয় শিক্ষার্থী শিরিনা আক্তার জানান, তারমতো শত শত শিক্ষার্থীরা প্রতিদিন ভোগান্তি নিয়ে মাদরাসায় যাতায়াত করেন। বিদ্যালয়ের ইউনিফর্ম নষ্ট হওয়া ছাড়াও শারীরিকভাবে আহত হয় অনেকে। স্থানীয় ব্যবসায়ী তারেক বিন মজিদ বলেন, কাঞ্চনের কালাদি অংশে দীর্ঘদিন যাবৎ এ সড়কটি নাজুক ও অচলাবস্থা থাকায় আমার ব্যবসায় প্রতিষ্ঠানে মালামাল বহন করতে পারছিনা। এতে আর্থিকসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। তাই সড়কটি দ্রুত মেরামতের দাবী জানাচ্ছি।

এদিকে বেহাল সড়কের পাশে থাকা তিতাস গ্যাসের ২ ইঞ্চি বিতরণ গ্যাসপাইপ ফেটে গ্যাস লিক হয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। স্থানীয় ৭নং ওয়ার্ড কাউন্সিলর রোকন মিয়া জানান, সড়কটি এলজিইডির অধীনে হলেও স্থানীয়দের দাবীর মুখে সংস্কারের জন্য একাধিকবার আবেদন করেছি। কিন্তু এ সড়কটি মেরামতের কোন উদ্যোগ নেয়নি সরকার। এতে স্থানীয়রা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এনায়েত করীম বলেন, আমি সদ্য রূপগঞ্জে যোগদান করেছি। বিষয়টি জানা ছিল না। যেহেতু জেনেছি তাই ঊর্ধ্বতন মহলকে জানিয়ে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com