সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
রূপগঞ্জে বালিশ চাপা দিয়ে পাষন্ড স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চনপাড়া ২নং ওয়ার্ড আব্দুল মান্নানের বাড়িতে এই ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধু বৃষ্টি আক্তার (১৯) চনপাড়া ৮নং ওয়ার্ডের মোঃ বাচ্চু মিয়ার মেয়ে। এদিকে স্বামী মোঃ আবু বক্কর (২১) চনপাড়ার ২ং ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে বলে জানায় এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বামী মোঃ আবু বক্কর সিদ্দিক তার স্ত্রী বৃষ্টি আক্তারকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পুলিশ খবর পেয়ে বৃষ্টি আক্তারের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।