মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

রূপগঞ্জে সিটি ইকোনমিক জোন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

নিজাম উদ্দিন আহমেদ, রূপগঞ্জ প্রতিনিধি::

গণভবন থেকে মাননীয় প্রধান মন্ত্রী ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে রূপগঞ্জে সিটি ইকোনমিক জোন উদ্বোধন করেন। বুধবার সকাল ১০টায় ঢাকাস্থ গণভবন থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে বাংলাদেশের মোট ১৩টি অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন কার্যক্রমের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এর মধ্যে একটি রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত সিটি ইকোনমিক জোন। সিটি ইকোনমিক জোনে ভিডিও কন্ফারেন্সে অংশ নেয় নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জের এমপি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তসীর গাজী (বীর প্রতীক) নারায়ণগঞ্জ-এর জেলা প্রশাসক, সিটি গ্রুপের চেয়ারম্যান, রূপগঞ্জের ইউএনও মমতাজ বেগম, উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শাহ জাহান ভুইয়া, তারাব পৌরমেয়ার হাসিনা গাজী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান প্রমূখ।

বাংলাদেশকে একটি শিল্প-সমৃদ্ধ ও উন্নত দেশে রূপান্তরে সরকারী প্রচেষ্টার অংশ হিসেবে অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান সিটি গ্রুপ এর তত্ত্বাবধানে ও মালিকানায় তৈরি হচ্ছে সিটি ইকোনমিক জোন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) গত ২৩ জানুয়ারী ২০১৮তে একটি ব্যক্তিমালিকাধিন অর্থনৈতিক অঞ্চল হিসেবে সিটি ইকোনমিক জোনকে লাইসেন্স প্রদান করেন। সিটি ইকোনমিক জোনের মূল লক্ষ্য ২০২৩ সালের মধ্যে ইকোনমিক জোনে শতভাগ শিল্প স্থাপন, ২০হাজার কর্মস্থান ও ২০হাজার কোটি টাকা বিনিয়োগ।

সিটি ইকোনমিক জোনকে গড়ে তোলা হবে বাংলাদেশের অন্যতম সর্বাধুনিক অঞ্চল হিসেবে যেখানে থাকবে উন্নত প্রযুক্তিগত সুযোগ সুবিধা। ঢাকা থেকে মাত্র ৩৫ কিমি দুরে নারায়ণগঞ্জের রূপসীতে শীতলক্ষ্যা নদীর তীরে প্রায় ৭৮ একর জমি নিয়ে এই ইকোনমিক জোনটি অবস্থিত। যেখানে গড়ে উঠবে খাদ্য, পানিয় ও কৃষি পণ্য প্রক্রিয়াজাত শিল্পসহ সকল রপ্তানী মুখী বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। ঢাকা শহরের কাছে এবং নদীর তীরে অবস্থিত হওয়ায় সড়ক ও নদী উভয় পথে যাতায়ত ও পরিবহণ হবে সুবিধাজনক এবং অর্থ সময় সাশ্রয়ী। পরিবহণ সুবিধার পাশাপাশি এই জোনে থাকবে মোট ৪৪ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, সার্বক্ষনিক গ্যাস সরবরাহ, পানি সরবরাহ, টেলি-যোগাযোগ ও ইন্টারনেট সুবিধা।

বিনিয়োগকারীদের জন্য সকল ধরনের কাঠামোগত সুযোগসুবিধাও থাকছে সিটি ইকোনমিক জোনে। সিটি ইকোনমিক জোনে বিনিয়োগকারীদের জন্য চার ধরনের বিনিয়োগ সুবিধা থাকবে যথাঃ- শতভাগ বিদেশী বিনিয়োগ, শতভাগ দেশীয় বিনিয়োগ, যৌথ বিনিয়োগ এবং উন্নত প্রযুক্তিনির্ভর বিনিয়োগ।

সিটি ইকোনমিক জোনের আওতাধীন থাকছে সর্বমোট ৭ (সাত)টি শিল্প প্রতিষ্ঠান যথাঃ-১. সিটি ইকোনমিক জোন, ২. সিটি অটো রাইস ও ডাল মিলস লিঃ, ৩. সিটি এডিবল অয়েল লিঃ, ৪. রূপসী সুগার মিলস লিঃ, ৫. রূপসী ফ্লাওয়ার মিলস লিঃ, ৬. রূপসী ফিড মিলস লিঃ ও ৭. সিটি সীড ক্রাসিং ইন্ডাস্ট্রিজ লিঃ ইউনিট-২সহ সকল বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠানের ক্রমান্বয়ে উৎপাদন শুরু হবে। বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে ও ভোক্তাদের জন্য সর্বোচ্চ মানের পণ্য সরবরাহে যুগান্তকারী অবদান রাখবে সিটি ইকোনমিক জোন- যা দেশী বিদেশী বিনিয়োগের সমন্বয়ে গড়ে তুলবে সমৃদ্ধ বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com