বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

রূপগঞ্জে সরকারী জমি উদ্ধার অভিযান

রূপগঞ্জ প্রতিনিধি॥ রূপগঞ্জে সরকারী জমি উদ্ধার অভিযান চালিয়েছেন এসি ল্যান্ড মোঃ আসাদুজামান। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার গোলাকান্দাইল মৌজার এস এ ১৬৯১, ১৪০৪, ১৪৪০, ১৩৮৮ দাগের মোট ১.১৪ শতাংশ জমি অভিযান চালিয়ে উদ্ধার করে।

এসময় মোঃ আসাদুজামান বলেন, দখলদারদের বার বার নোটিশ দেয়ার পরও দখল না ছাড়ায় আমাদের উচ্ছেদ অভিযান চালানো হয়। তিনি আরো বলেন, সরকারী জমি দখল করে রাখার কোন উপায় নেই। সরকারী জমি ক্রয় করে দখলদাররা প্রতারণার স্বীকার হয়েছে। এই এলাকার কিছু প্রতারক সরকারী জমি প্রতারনার মাধ্যমে বিক্রি করে এদের বুঝিয়ে দিয়েছে। তারা “ক” তফসিলের জমি দখল দিয়েছে। আমাদের করার কোন উপায় নেই।

উদ্ধার অভিযান কালে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, থানা পুলিশ ও ভুলতা ফাঁড়ির টু আইসি, এসআই নাদির উজজামান। কান্দারপাড় এলাকার মনির হোসেনের দখলকৃত ১৪০৪ নাম্বার দাগে ৬১ শতাংশ জমির উপর নির্মিত টিনসেট বাড়িটি ভেঙ্গে উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com