বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

রূপগঞ্জে লাঙ্গলের পক্ষে সাইফুল ইসলাম’র মোটর শোভাযাত্রা ও গণসংযোগ

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জাতীয় পার্টির পক্ষে মোটর শোভাযাত্রা ও গণসংযোগ করে লাঙ্গলের পক্ষে প্রচারনা চালাচ্ছেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও যুব সংহতির সভাপতি সাইফুল ইসলাম।

সোমবার সকালে থেকে উপজেলার কাঞ্চন মায়ার বাড়ি হতে রূপগঞ্জ সদর ইউনিয়নের ভক্তবাড়ি, মুশুরী, কায়েতপারা ইউনিয়নের ইছাখালী, নগরপাড়া ও কায়েমসাইর, মুড়াপাড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মোটর শোভাযাত্রা করে পথে পথে গণসংযোগ করেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন হাজারী, উপজেলা যুব সংহতি সাধারন সম্পাদক হাজী সোহেল মাহমুদসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা।

গনসংযোগকালে সাইফুল ইসলাম বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশেই রূপগঞ্জের সকল মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি; তাদের সারাও পাচ্ছি। রূপগঞ্জের অনেক উন্নয়ন এরশাদ আমলের হয়েছে। দুটি বেরিবাঁধ, রাস্তাঘাটসহ নানা কলকারখানা তিনি করেছিলেন। আমি মনে করি স্বাধীনতা পরবর্তি দুুইবার জাতীয় পার্টির এমপি দায়িত্ব পালন করেছেন এ অঞ্চলে। ফলে এই এলাকা জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে দ্বিতীয় রংপুর হিসেবে পরিচয় করাবো। এ সময় মনোনয়ন পেলে গ্রামোন্নয়নের প্রতীক লাঙ্গল মার্কায় ভোট চান তিনি।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার হোসেন বলেন, এইচ এম এরশাদের মনোনীত প্রার্থী সাইফুল ইসলামের প্রতি সাধারন মানুষের আস্থা আছে। ফলে নারায়ণগঞ্জ-১ আসনে মহাজোট থেকে মনোনীত প্রার্থী হলে জয় সুনিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com