মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি::
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লং-ভ্যাকেলের ধাক্কায় ট্রাক খাদে পড়ে জাহিদুল নামে এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছে। এসময় এক রিক্সা চালকসহ আহত হয়েছেন
অন্তত আরও ৪জন।
আজ সোমবার ভোর ৪টার উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কে টেংরারটেক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে খালি ড্রাম ভর্তি একটি নষ্ট ট্রাক টেংরারটেক এলাকায় রাস্তার পাশে রেখে ট্রাকটি ঠিক করছিল ড্রাইভার জাহিদুল। কিন্তু ঠিক রাত ৪টার দিকে বেনাপল থেকে আসা বিদ্যুতের খুটি ভর্তি একটি লং-ভ্যাকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা থামানো একটি রিক্সা ও ট্রাককে সজোরে ধাক্কা মেরে নীচে ফেলে দেয়। এসময় ট্রাকের নীচে থাকা ড্রাইভার ভ্যাকেলটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় পা ভেঙ্গে গুরুত্বর আহত হয় রিক্সা চালক। নিহত ট্রাক ড্রাইভার জাহিদুল বলে জানা গেলেও অন্য কারো পরিচয় পাওয়া যায়নি। নিহত ড্রাইভারের মৃত্যুদেহ কাঁচপুর হাইওয়ে পুলিশে নিয়েছে বলে জানান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ জানান, নিহত জাহিদুল ছাড়াও আরো ৪জন গুরুত্বর আহত হয়েছে। তার মধ্যে রয়েছে ভ্যাকেল চালক, হেলপার, ট্রাকের হেলপার ও এক রিক্সা চালক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।