বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মুদি ব্যবসায়ীর দোকানে চুরি হয়েছে বলে জানা গেছে। এসময় চোরেরা নগদ ২৫ হাজার টাকা ও ১৫ হাজার টাকার সিগারেট নিয়ে গেছে বলে দাবী করেন মুদি ব্যবসায়ী।
শুক্রবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটেছে উপজেলার সাওঘাট চুঙ্গিরপাড় এলাকায়।
ব্যবসায়ী সেলিম মিয়া সাওঘাট এলাকার আক্কাস আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা করে আসছে। সে প্রতিদিনের মত বেচাকেনা শেষে দোকানেই থাকেন। ওদিনও সে দোকানে ঘুমিয়ে থাকে। কিন্তু শুক্রবার সারাদিন বেচাকেনা শেষে ঘুমিয়ে পড়লে চোরের দল টিন কেটে দোকানে ঢুকে নগদ টাকাসহ মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঐ এলাকার রনি নামে এক মাদকসেবি ও ছিনতাইকারী তার দোকান চুরি করে টাকা ও মালামাল নিতে পারে বলে ধারণা করে তিনি।
এ ঘটনায় থানায় একটি জিডি করার প্রস্তুতি নিয়েছে বলে জানান ব্যবসায়ী সেলিম।