সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

রূপগঞ্জে মহাসড়কের দুই পাশ দখল করে চলছে বাণিজ্য

রূপগঞ্জ প্রতিনিধি::

ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় সড়কের দুই পাশে ফুটপাত দখল করে আবারও চলছে বাণিজ্য। কাঁচা বাজার, লেগুনা স্ট্যান্ড, বেবী স্ট্যান্ড, অটোরিকশা স্ট্যান্ডসহ নানান ব্যবসা চলছে ফুটপাত দখল করে। কিছু দিন আগে প্রশাসন কতৃক ফুটপাত উচ্ছেদ করলেও আবার নতুন করে দখল হচ্ছে ফুটপাত। কাদের ইশারায় ফুটপাত দখল হয়ে যায় এ নিয়েই জনগণের নানান প্রশ্ন। এভাবে মহাসড়ক দখল করায় ভোগান্তির স্বীকার হচ্ছে সাধারণ মানুষ। ফুটপাত দখল করে ব্যবসা চালানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের হাটাচলায় সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেকে রাস্তার উপর দোকান পেতে করছেন ব্যবসা।

নাম গ্রকাশে অনিচ্ছুক কাঁচা বাজারের এক দোকানদার বলেন, প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা চাঁদা দিয়ে তাদের ব্যবসা চালাতে হয়। লেগুনা স্ট্যান্ড, বেবী স্ট্যান্ড, অটোরিকশা স্ট্যান্ডসহ সব জায়গায় চলছে এই বাণিজ্য। দৈনিক কিংবা মাসিক মাশোয়ারা নিয়ে কে বা কারা এই ফুটপাত দখল করে বাণিজ্য করছে ? এতে বেরিয়ে আসছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীসহ প্রশাসনের বিভিন্ন ব্যক্তির নাম। সাধারণ মানুষের দাবী সত্যিকারভাবে কোনদিন কি বন্ধ হবে এই ফুটপাত দখল? আসবেকি পথচারীদের চলাচলের নিরাপত্তা? একই প্রশ্ন এখন সকলের।

এই ব্যাপারে লেগুনা স্ট্যান্ডের ড্রাইবার সফিকুল বলেন, আমরা অনেক ধার দেনা করে লেগুনা গাড়ি কিনেছি, কিন্তু তার পরও প্রতিদিন চাঁদা দিয়ে গাড়ি চালাই, চাঁদা কম হলে চলে নেতা ও পুলিশের হয়রানি। স্ট্যান্ডের ব্যাপারে আমাদের সুপারভাইজার ও নেতারা বলতে পারবে। আমরা কিছু জানি না।

এ বিষয়ে প্রশাসনের হাত নেই বলে জানান এক কর্মকর্তা। এখানে যে ফুটপাত বসছে সবই স্থানীয় নেতা কর্মীরা বসিয়েছেন। আমাদের করার কিছুই নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com