সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

দোহার পৌরসভায় থাকতে চান না দুই ওয়ার্ডের বাসিন্দা, বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:: মাছ ধরে জীবন ধারণ করে ও দিনমজুরী করে চলে এমন পরিবারের সংখ্যাই বেশী বসবাস করে দোহার পৌরসভার ৭ ও ৮ এ দুটি ওয়ার্ডে। তাই তারা জীবিকা নির্বাহের সাথে বাড়তি ট্যাক্স গুণতে চান না। ঢাকার দোহার পৌরসভায় নাগরিক সুবিধা না থাকায় ৭-৮ নং ওয়ার্ড বাসিন্দারা পৌরসভার একাংশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার জয়পাড়া কালেমা চত্বরে কর্মসূচীতে অংশ নেয় ওই দুটি এলাকার প্রায় ৫ শতাধিক নারী পুরুষ। দুপুর ১টায় মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জয়পাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, পৌরসভার কোন প্রকার সুযোগ সুবিধা না পেয়েও বছরে চাপিয়ে দেয়া হয় হাজার হাজার টাকা ট্যাক্সের বোঝা। তাই পূর্বের ন্যায় এ দুটি ওয়ার্ডকে সুতারপাড়া ইউনিয়নের সাথে অন্তর্ভূক্ত করার দাবি জানান তারা।

আড়িয়াল বিল সংলগ্ন এলাকার বাসিন্দারা কর্মসূচীতে অংশ নিয়ে বলেন, তাঁরা মাছ ধরে সংসার চালাতে হিমসিম খায়। সেখানে এতো টাকা ট্যাক্স দেয়া কোনোভাবেই সম্ভব নয়। এসময় তারা সকল ট্যাক্স বয়কটেরও ডাক দেন।

ওই এলাকার বাসিন্দা মোসলেম উদ্দিন বলেন, বিগত ২৫ বছর ধরে শুধু পৌর ট্যাক্স দিয়েই যাচ্ছেন। কোনো ধরনের সুবিধা পাননি। নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, ড্রেনেজসহ রাস্তা, সড়কবাতি এবং কৃষি ব্যবস্থায় কোনো সহায়তা। তাহলে কি শুধু করের জন্য আমরা পৌর নাগরিক হয়ে থাকবো। তার দাবি সরকার যেন দ্রুত তাঁদের এ সমস্যা থেকে মুক্তি দেন। পরে এলাকাবাসী দোহারের ইউএনও এবং পৌর প্রশাসক তানিয়া তাবাসসুমকে একটি স্মারকলিপি প্রদান করেন।

এবিষয়ে ইউএনও বলেন, সত্যিকারের জনদুর্ভোগ নাকি এর পিছনে অন্য কোনো কৌশল আছে তা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই স্থানীয় সরকার মন্ত্রনালয়কে বিষয়টি অবগত করা হয়েছে। তাঁদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com