বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
রূপগঞ্জে আব্দুর সাত্তার নামে ৫০ বছরের এক বৃদ্ধার বিষপানে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১১টায় উপজেলার নাগের এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সাত্তার গোলাকান্দাইল নাগের বাগ এলাকার মৃত মিনহাজউদ্দিনের ছেলে। সাত্তারের স্ত্রী জয়নব বেগম জানান, গত দুই দিন আগে মুখোশধারি কয়েকজন লোক তার স্বামীকে জোর করে বিষপান করায়। এসময় সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসাও দেয়া হয়। সে সুস্থ্য হলে আবার তাকে বাড়িতে আনা হয়েছিল। কিন্তু গতকাল রাত ১১টার দিকে সে হঠাৎ কয়েকবার বমি করেন। এর পরই তিনি মারা গিয়েছে। তাদের সাথে কারো পূর্ব শত্রুতা আসে কি না জানতে চাইলে জয়নব জানায়, তাদের সাথে কারো শত্রুতা নেই।
ভুলতা ফাঁড়ি পুলিশের এসআই নূর-ই আলম জানান, আজ বেলা ১১টায় সাত্তারের বিষপানে আত্মহত্যার খবর পেয়ে আমরা সাত্তারের লাশটি উদ্ধার করি এবং ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত শেষে মৃতের কারন জানা যাবে।