বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি॥ রূপগঞ্জে মন্দিরের জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিমা তৈরী কারিগরকে হত্যার হুমকীসহ এলাকা ছাড়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে উপজেলার দক্ষিণবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।
দক্ষিণবাগ এলাকার প্রতিমা শিল্পি শ্রী আনন্দ চন্দ্র সরকার জানান, পূর্ব পুরুষ থেকেই দূর্গা ও লক্ষী স্বরসতিসহ বিভিন্ন পূজার প্রতিমা তৈরী করে আসছেন। তারই ধারাবাহিকতায় তিনি প্রতি বছরের ন্যায় দক্ষিণবাগ এলাকার রাধা গোবিন্দ্র মন্দিরের লক্ষী প্রতিমা তৈরী কাজ পান। কিন্তু মন্দিরের জমি নিয়ে বিরোধের জেরে দক্ষিণবাগ এলাকার প্রেমানন্দের ছেলে হারাধন, চাঁন মোহনের ছেলে নেপাল, রাজ চন্দ্রের ছেলে সমূল্য, মৃত কৃষ্টপদের ছেলে কানাইল ও বলাই, প্রাননাথের ছেলে বাদল, সুধাংশুর ছেলে রামজয়, জ্ঞান চন্দ্রের ছেলে নীল চাঁন, শশীকান্তের ছেলে হরিকান্ত, অধন, উমেশ, নিখিলগং ওই কাজ করাতে বাধা দেয়। শুধু তাই নয়, তাদের বাঁধা এড়িয়ে কাজ করলে গলাকেটে হত্যাসহ এলাকা ছাড়া করার হুমকী দেয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মন্দিরের জমি নিয়ে বিরোধের জেরে এমনটা হয়েছে। সনতনীদের পূজাসংক্রান্ত নিরাপত্তা দিতে পুলিশ তৎপর।