মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:০০ অপরাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি::
রূপগঞ্জে মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে পৃথক অভিযানে উপজেলার চণপাড়া ও রসুলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের নিয়াজের ছেলে ইমন, আশু মিয়ার ছেলে রাজু, কাশেম মিয়ার ছেলে জামাল, তারা মিয়ার ছেলে রুবেল ও রসুলপুর এলাকার ইয়াদ আলীর ছেলে হাকিম।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর শফিউল আজম খান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা তাদের নিজ নিজ এলাকায় পাইকারীভাবে ইয়াবার ব্যবসা করে আসছে। বুধবার রাতে ও শুক্রবার সকালে চনপাড়া ও রসুলপুর এলাকার বিশেষ অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক বিক্রি করার সময় তাদের কাছ থেকে ২৯০ পিছ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।