শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

রূপগঞ্জে দেশীয় অস্ত্র, বোমা সাদৃশ্য ককটেল ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

রূপগঞ্জে দেশীয় অস্ত্র, বোমা সাদৃশ্য ককটেল ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

নিলয় আহমেদ রাফি, রূপগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল বালিয়াপাড়া রোডে শের আলীর ইটভাটা সংলগ্ন পূর্বাচল প্রিমিয়ার সিটির বালুর মাঠ কাঁশবনের মধ্য থেকে বোমা সাদৃশ্য ককটেল ও ডাকাতির সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারী) বিকাল ৫ টার দিকে মাঠে এক রাখাল গরুর ঘাস কাটতে এলে কাঁশবনের মধ্যে মুখবাধা বোমা সাদৃশ্য ব্যাগ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানান। এলাকাবাসী ৯৯৯ নাম্বারে কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কাঁশবনের মধ্য থেকে ব্যাগ ভর্তি বেশ কয়েকটি বোমা সাদৃশ্য ককটেল এবং বালুর মধ্যে থেকে তিনটি ছোরা, একটি তালা/তার কাটার কাঁচি, দু’টি সুচালো লোহার রড ও ডাকাতির বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করে।

এ ঘটনায় ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, আমরা ৯৯৯ নাম্বারে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ডাকাতির সরঞ্জাম উদ্ধার করি এবং ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিট এসে বোমা নিস্ক্রিয় করে উদ্ধার করেছেন। আর ডাকাতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com