বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি॥
রূপগঞ্জে ছিনতাইকারীর চাপাতির আঘাতে বাসেদ ও বাচ্চু নামে ২জন কভারভ্যান ড্রাইভার জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এশিয়ান হাইওয়ে গোলাকান্দাইল ফ্লাইওভার সংলগ্ন আল-রাফি হাসপাতালের দক্ষিন পাশে।
জখমকৃতরা হলেন- ভোলা জেলার লালমহন থানা ধলীঘরনগর বাদশা বেপাীর ছেলে বাসেদ (৩০) ও একই থানার পূবচরমেদ এলাকার নুর হাফেজ মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৯)।
কভারভ্যানের চালক বাচ্চু জানান, তারা আল হাবিব ট্রান্সপোর্টের তিনটি কভারভ্যানে নারায়ণগঞ্জ জেলার মদনপুর এলাকা থেকে সয়াবিনের দানা নিয়ে রাজশাহী যাচ্ছিছিলেন। কিন্তু গোলাকান্দাইল যানজটে পড়ার পর হটাৎ এই ছিনতাইকারীরা তাদের গাড়ীতে উঠে প্রথমে বাচ্চুকে গলায় চাপাতি ধরে একটি টাচ মোবাইল নিতে চেষ্টা করলে সে বাধা দেয়।
এসময় তাকে হাতে, মাথায় ও পায়ে তিনটি কোপ দিয়ে আতঙ্কও সৃষ্টি করে। পরে বাচ্চুর কাছে থাকা আরো ১টি ছোট মোবাইল ও নগদ সাড়ে ৮ হাজার টাকা নিয়ে যায়। পরে বাসেদকেও কুপিয়ে গুরুতর জখম করে ১টি মোবাইল ৬ হাজার টাকা ও গাড়ীর সকল কাগজপত্র ছিনিয়ে নেয়। এসময় তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। তবে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় আমি ও পাশের কয়েকজন ড্রাইভার একজন ছিনতাইকারীকে আটক করলে ও স্থানীয় কয়েকজন মহিলা ঐ ছিনতাইকারীকে ছাড়িয়ে নেয়। এদিকে পথচারীরা আহত বাসেদ ও বাচ্চুকে নিয়ে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।