বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে চাপাতির কোপে ২ চালক গুরুতর জখম, আটক ১

রূপগঞ্জ প্রতিনিধি॥
রূপগঞ্জে ছিনতাইকারীর চাপাতির কোপে ২ কাভারভ্যান চালক গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গোলাকান্দাইল ফ্লাইওভার সংলগ্ন আল-রাফি হাসপাতালে দক্ষিন পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউছার নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

ভুলতা ফাঁড়ির পুলিশ জানায়, ঘটনার ৩ ঘন্টা পর রাত সাড়ে ১১টার ছিনতাইকারী কাউছারকে তার নিজ বাড়ি থেকে আটক হয়েছে। আটককৃত ছিনতাইকারী কাউছার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার হারুনের ছেলে।

আহত চালক বাসেদ ও বাচ্চু জানান, ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ৩টি মোবাইল, সাড়ে ১৪ হাজার টাকাও গাড়ীর সকল কাগজপত্র ছিনতাই করেছে।

পুলিশ আরও জানায়, জখমকৃত বাসেদ (৩০) ভোলা জেলার লালমহন থানা ধলীঘরনগর এলাকার বাদশা বেপাীর ছেলে। অপরজন বাচ্চু মিয়া (২৯) একই থানার র্পূবচরমেদ এলাকার নুর হাফেজ মিয়ার ছেলে।

কাভারভ্যান চালক বাচ্চু মিয়া জানান, তারা ২ জনই আল হাবিব ট্রান্সপোর্টের গাড়ী চালান। ওদিন তারা নারায়ণগঞ্জ জেলার মদনপুর থেকে সয়াবিনের দানা নিয়ে রাজশাহী যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে গোলাকান্দাইল যানজটে পড়ার পর হঠাৎ ছিনতাইয়ের কবলে পড়ে তারা। ছিনতাইকারীরা গাড়ীতে উঠে প্রথমেই চালক বাসেদের গলায় চাপাতি ধরে একটি টার্চ মোবাইল নেয় ও টাকা নিতে চেষ্টা করে। সে বাঁধা দেয়ায় তার হাত, মাথা ও পায়ে কুপিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে বাসেদের কাছে থাকা আরো ১টি ছোট মোবাইলসেট ও নগদ সাড়ে ৮ হাজার টাকা নিয়ে যায়। বাচ্চু এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে ১টি মোবাইল ৬ হাজার টাকাসহ গাড়ীর কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বাসেদ ও বাচ্চুর ডাকচিৎকারে আসপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর রফিকুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার ৩ ঘন্টার মধ্যেই কাউছার নামে এক ছিনতাইকারীকে আটক করতে পেরেছি আমরা। বাকিরাও আটক হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com