সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
রূপগঞ্জে গাড়ী চাপায় দেলোয়ার নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ী দেলোয়ার (৩৫) বলাইখা এলাকার মৃত্যু মহিউদ্দিনের ছেলে।
বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার ভূলতা ফ্লাইওভারের দক্ষিন গেইটে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, দেলোয়ার ভায়েলা এলাকায় ডেকোরেটরের ব্যবসা করতেন। সে বুধবার ভুলতা ফ্লাইওভারের উদ্বোধনী গেইট করেছিল। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১০টার দিকে ফ্লাইওভারের গেইট খুলতে যায় দেলোয়ার। গেইট খুলে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক দেলোয়ারকে চাপা দিয়ে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়। এসময় দেলোয়ারকে রাস্তায় পড়ে থাকতে দেখে মটরসাইকেল চালক ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে জানালে ভুলতা ফাঁড়ি পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় ইউএস বাংলা হাসপাতালে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করে।