বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:: রূপগঞ্জের গোলাকান্দাইল ঢাকা-সিলেট মহাসড়কের সিএনজি স্ট্যান্ডের কুরবানীর চামড়ার হাটের বর্জ্যরের গন্ধে নাকে হাত। ২২ আগষ্ট বুধবার ঈদের দিন বিকেল ৩ টা থেকে রাত ১টা পর্যন্ত এ হাট চলে। উপজেলার গোলাকান্দাইল এলাকার সিএনজি স্ট্যান্ডে জাতীয় পরিবহন শ্রমিক লীগ তিন নেতায় চামড়ার হাট বসিয়ে চাঁদাবাজি করেন। এতে করে বর্জ্যরের গন্ধে এলাকাবাসীর দূর্ভোগ পোহাতে হচ্ছে। কুরবানীর বর্জ্যরের গন্ধ বাতাসে ছড়িয়ে যাত্রীদের ও চলাচলকারীদের শ্বাস ফেলতে বাধা সৃষ্টি করছে। স্থানীয় দোকানদাররা ব্যবসা করতে সমস্যায় পড়ছেন। ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় তাদের কাছে, আগের মতো ক্রেতারা আসেন না। এক ক্রেতা বলেন, রাস্তার মাঝে চামড়ার হাট বসাইল ক্যান,এগো কি আক্কেল নাই? উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্তেও মহাসড়কের পাশে অবৈধ চামড়ার হাট বসিয়েছে। প্রশাসনের অবৈধ ফায়দা হাসিলের জন্যে অসহায় মানুষ কষ্টে আছে। এমন অনেকে অভিযোগ করে বলেন,স্থানীয় পুলিশের কি মাথা ব্যথা নাই। এই রাস্তা দিয়ে চলাচলকারীরা বুমির অনুভব করেন এছাড়াও অনেকে বুমি করেও ফেলেন। এই বর্জ্য গুলো পরিষ্কার করার বা ব্লিচিং পাউডার দিয়ে গন্ধ দূর করার উদ্যোগ কারো নেয়া হয় নাই। তিন নেতার মধ্যে এক নেতা নেওয়াজ রফিক বলেন,টাকার ভাগ সবাই নিলো বর্জ্যরের ভাগ কেউ নিলো না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আমার জানা ছিলো না এখন আমি জেনেছি ব্যবস্থা নেয়া হবে।