মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি::
রূপগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের আগারপাড়া এলাকার সাড়ে তিনশ’ দুঃস্থ পরিবারকে ঈদ সামগ্রী তুলে দিয়েছে ‘আলোয়ভরা আগারপাড়া’ সামাজিক সংগঠন।
শনিবার সকালে আগারপাড়া বাজারে এ ঈদ সামগ্রী এলাকার তিন,শ দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র, বেকার ও তরুণদের সমন্বয়ে গড়ে উঠা ‘আলোয়ভরা আগারপাড়া’ সামাজিক সংগঠন ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে এলাকার দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়।
শনিবার সকালে আগারপাড়া বাজারে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু হোসেন ভূঁইয়া রানু। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলম খান, মোর্শেদ মেম্বার, সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আব্দুল আজিজ, জজ মিয়া, রফিকুল ইসলাম, আজমীর, জিতু, রাশেদ, রনি, আরব আলী, বাবর আলী প্রমুখ।