বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

রূপগঞ্জে আওয়ামীলীগের দুপক্ষের টানাটানি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মনোনয়ন পাওয়া নিয়ে আওয়ামীলীগের দুপক্ষের টানাটানি । একাদশ জাতীয় নির্বাচন সন্নিকটে। প্রার্থীদের প্রচার-প্রচারণায় আর সাধারণ মানুষের আলাপ আলোচনায় ক্রমশ নির্বাচনী পরিবেশ তৈরী হতে শুরু করেছে। জেলার গুরুত্বপূর্ণ আসন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ ) । আওয়ামীলীগ থেকে মনেনায়ণ পাওয়া নিয়ে এখানকার দুই হেভীওয়েট মনোনয়ন প্রত্যাশী ও তাদের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। এ আসনে আওয়ামীলীগের থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন গাজী গ্রুপের প্রধান বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তসীর গাজী এবং রংধনু গ্রুপের চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। এতে করে রূপগঞ্জ থানা আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে। ইতি মধ্যে এ এলাকা নিয়ে দুই পক্ষের নেতাকর্মীর মাঝে মারামারি ও সেই ঘটনায় মামলা পর্যন্ত গড়ায়। এনিয়ে রূপগঞ্জ বাসী আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ এখন কষ্টে আছে দুই পক্ষের হানাহানীর ঘটনায়। এ আসনে আওয়ামীলীগের আধিপত্য বিস্তার নিয়ে গোলাম দস্তগীর গাজী ও রফিকুল ইসলাম রফিকের সমর্থকদের মধ্যে উত্তেজনা বেশ আগে থেকেই। সম্প্রতি আধিপত্য বিস্তার করতে গিয়ে দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবকলীগ কর্মী সুমন নিহত হওয়ার ঘটনা ঘটে। এতে দুপক্ষই একে অপরকে দোষারোপ করার বিষয়টি সামনে আসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com