বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি॥ রূপগঞ্জের অর্ধশতাধিক অবৈধ বাটিক কারখানা গড়ে উঠেছে। এ কারখানাগুলোতে ব্যবহার করা হচ্ছে অবৈধ গ্যাস। কিন্তু এগুলো দেখার যেন কেউ নেই। এই গ্যাস ব্যবহারে সহযোগিতার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। তারা নাকি মাসে মাসে কারখানার মালিকদের কাছ থেকে টাকা নিচ্ছে। যে কারণে বন্ধ হচ্ছে না এদের অবৈধ গ্যাস ব্যবহার। কারখানাগুলি উপজেলার, কুমারটেক, আধুরীয়া, মহনা কেশরাব ও মঠখোলা এলাকায়। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের মধ্যে রয়েছে কুমারটেক এলাকার আলম, আলী আহমেদের ছেলে রবিউল, বাতেনের ছেলে বিল্লাল হোসেন, আরজু মিয়ার ছেলে সফিক, সিদ্দিকের ছেলে তোবারক, শাহজাহানের ছেলে রুহুল আমিন, সোনা মিয়া ছেলে হারুন, আব্দুল মতিনের ছেলে দেলোয়ার, কুটু মিয়ার ছেলে তোতা মিয়া, কেশরাব এলাকার দীন ইসলাম, বাবুল, মকবুল, নাসু মিয়া, মঠখোলা এলাকার সবুজ মিয়া, মাহনা এলাকার শাহবুদ্দিন, শাহিন, রফিক, মোবারক আধুরীয়া এলাকার জাকির হোসেন, রাসেল মিয়া। এদের অবৈধ গ্যাস ব্যবহারে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। লাভবান হচ্ছে একটি কুচক্রি মহল। তবে প্রশাসন সংবাদ পেয়েও নিরব ভুমিকায়। এলাকাবাসীর অভিযোগ পুলিশকে মাসে মাসে টাকা দিয়েই এসকল কারখানা চালিয়ে যাচ্ছে তারা।
এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউসন কোম্পানীর জেনারেল ম্যানেজার বলেন অবৈধ গ্যাস ব্যবহারের বিষয়টি জানা নাই। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।